বাংলাদেশ–যুক্তরাষ্ট্র–মালদ্বীপের সহযোগিতা জোরদারে কূটনৈতিক আলোচনা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

 মালদ্বীপ প্রতিনিধিঃ

বাংলাদেশের মালদ্বীপস্থ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম যুক্তরাষ্ট্রের মালদ্বীপস্থ রাষ্ট্রদূত হুগো ইয়নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই কূটনীতিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি বিষয়েও মতবিনিময় করেন।

বিশেষভাবে, মালদ্বীপ সরকারের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ—বিশেষত মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, মালদ্বীপের সার্বিক উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি (capacity building) সংক্রান্ত যৌথ কর্মসূচি গ্রহণের সম্ভাবনাও আলোচিত হয়।

দুই রাষ্ট্রদূতই মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ গঠনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।